Social Media Security & Hacking Course – eLearn Bangladesh
খুব সম্ভবত সবার মনেই এই হ্যাকিং জিনিসটা ঘোরাফেরা করে। আবার অনেকে অনেক কিছুই হ্যাক করার চেষ্টাও করে থাকে। কিন্তু এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় হয়ত ব্যর্থ হতে হয় বার বার। এই জন্য ইলার্ন বাংলাদেশ নিয়ে এসেছে হ্যাকিং বাংলা কোর্স। আমরা এখানে নির্দিষ্ট কিছু বিষয়ে পরিপূর্ণ ভাবে হ্যাকিং শিখিয়েছি। এবং কিভাবে সোশ্যাল মিডিয়াতে নিরাপদে থাকতে পারবেন সেটিও শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে।
কোর্সের বিবরণঃ
Social Media Security & Hacking Course. এই কোর্স এর প্রতিটা বিষয় এর উপর আমাদের প্রাক্টিক্যাল ভিডিও আছে। এই কোর্স করার সময় আমাদের প্রাইভেট গ্রুপ থেকে সর্বদা সাপোর্ট পাবেন। এই কোর্স সম্পন্ন হয়ে গেলে আপনারা আমাদের ই-মেইল করলে আমরা আমাদের একটা এথিক্যাল হ্যাকিং প্রাক্টিস গ্রুপে আপনাদের যুক্ত হবার সুযোগ দেব। আমাদের কোর্স টা শুধু তাদের জন্য যারা হ্যাকিং টেকনিক গুলা ব্যাবহার করে এই টেকনিক গুলা এথিক্যাল উপায়ে ব্যাবহার করবে। আমাদের টেকনিক ব্যাবহার করে আপনি কারও কোন ক্ষতি করলে তার দায়িত্ব বা দায়ভার ইলার্ন বাংলাদেশের নয়।
যা যা শিখতে পারবেনঃ
- কিভাবে ফিশিং অ্যাটাক করা হয়।
- কিভাবে কালিলিনাক্স ব্যাবহার করে এডভান্স ফিশিং অ্যাটাক করা হয়।
- কিভাবে ব্রুটফরস অ্যাটাক এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা হ্যাক করা হয়।
- কিভাবে লিনাক্স ব্যাবহার করে ফেসবুক আইডিতে অটো রিপোর্ট করে আইডি নস্ট করা হয়।
- কিভাবে কুকি স্কিলিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা হ্যাক করা হয়।
- কিভাবে কী লগার এবং ক্ষতি কারক সফটওয়্যার দিয়ে ডিভাইস এর নিয়ন্তন নিয়ে সেই ডিভাইস থেকে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাকে হ্যাক করা হয়।
- কিভাবে স্কাইপি হ্যাক করা হয় এবং এগুলা থেকে কী ভাবে নিরাপদ থাকতে পারি।
- ওয়াটস অ্যাপ কী ভাবে হ্যাক করা হয় এবং কী ভাবে আমরা ওয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং থেকে বাঁচতে পারি।
- ই-মেইল কী ভাবে হ্যাক করা হয়, এবং ই-মেইল হ্যাকিং থেকে আমরা কী ভাবে বাঁচতে পারি।
- টুইটার অ্যাকাউন্ট কী ভাবে হ্যাক করা হয়, এবং টুইটার অ্যাকাউন্ট কী ভাবে আমরা হ্যাকারদের থেকে নিরাপদ রাখতে পারি।
- ইন্সটাগ্রাম কী ভাবে হ্যাক করা হয়, এবং হ্যাকারদের থেকে নিরাপদ রাখা সম্ভাব হয়।
- কিভাবে এডভান্স পদ্ধতি ব্যাবহার করে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
- কিভাবে ই-মেইল বোম্বিং করা হয় এবং ই-মেইল বোম্বিং থেকে আমরা নিরাপদ থাকতে পারি।
- কিভাবে ই-মেইল স্পোফিং এর মাধ্যমে প্রতারণা করা হয় এবং এই গুলা থেকে কি ভাবে নিরাপদ থাকতে পারি।
- টিকটক অ্যাকাউন্ট গুলা কী ভাবে হ্যাক করা হয় এবং আমরা কী ভাবে টিকটক অ্যাকাউন্ট হ্যাকারদের থেকে নিরাপদে রাখতে পারি।
- ফেক আইডি কার্ড ব্যাবহার করে আমরা লক হয়ে যাওয়া ফেসবুক আইডি গুলা কী ভাবে রিকভার করতে পারি।
- ইউটিউব চ্যানেল কী ভাবে হ্যাক করা সম্ভাব হয় এবং কী ভাবে আমরা নিরাপদ থাকতে পারি।
- ফেসবুক এর মতন ফেক অ্যাপলিকেশন বানিয়ে কী ভাবে ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব হয়।
- কিভাবে ফেসবুক টুলস কীট ব্যবহার করে খুব সহজে ফেসবুক আইডি নিয়ন্ত্রন করা সম্ভব।
- কিভাবে ফ্রী ফাইয়ার এর মতন ওয়েবসাইট বানিয়ে কী ভাবে ফ্রী ফাইয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়।
- কিভাবে এডভান্স উপায়ে ফ্রী ফাইয়ার এর মতন অ্যাপলিকেশন বানিয়ে ফ্রী ফাইয়ার হ্যাক করা হয়।
- পাবজি মোবাইল গেমস কী ভাবে হ্যাক করা হয় এবং নিরাপদে থাকা যায়।
- ক্লাস অফ ক্লেন গেমস কী ভাবে হ্যাক করা সম্ভাব হয় এবং নিরাপদে থাকা সম্ভাব হয়।
- নেট ফ্লিক্স অ্যাকাউন্ট কী ভাবে হ্যাক করা হয় এবং সিকিউর থাকা সম্ভব হয়।
- ফটো ফরেন্সিক টলস ব্যবহার করে কী ভাবে কোন ছবিকে ফরেন্সিক করা সম্ভব হয়।
- পেপাল এবং ব্যাংক অ্যাকাউন্ট কী ভাবে হ্যাক করা হয় এবং এই গুলা থেকে কী ভাবে আমরা নিরাপদে থাকতে পারি।
- বাংলাদেশ এর সকল সাইবার অপরাধ এর শাস্তি কী এবং কী ভাবে সাইবার অপরাধ এর ভিক্টিম হলে কোন আইনে মামলা করলে আপনি তার প্রতিকার পাবেন।
- সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যাবহার করে কী ভাবে সাইবার অপরাধীরা সমাজ এর সব থেকে নিকৃষ্টতম কাজ গুলা করছে যেই গুলা লাইভ প্রুভ দেখানো হবে।
- এই কোর্সে রেগুলার আপডেট আসবে। নতুন নতুন হ্যাকিং যুক্ত হবে।
যা যা প্রয়োজনঃ
- যেকোন ধরনের কম্পিউটার হলেই হবে।
- কম্পিউটার পরিচালনা করতে জানতে হবে।
- সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে।
- ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে।
0 Comments