Creative IT Digital Marketing Bangla Course

Creative IT Digital Marketing Bangla Course


Creative IT Digital Marketing Bangla Course

প্রযুক্তি নির্ভর বিশ্বের ট্রেন্ডিং টপিক এখন ডিজিটাল মার্কেটিং। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গাড়ি-বাড়ি পর্যন্ত, যেকোনো কিছু কিনতে বেশিরভাগ মানুষ এখন ইন্টারনেটের দ্বারস্থ হয়। গুগলের তথ্যমতে, প্রায় ৮৭ শতাংশ মানুষ যেকোনো কিছু কেনার আগে আমাজন বা গুগলে সার্চ করে।

কোর্স ওভারভিউ

একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে পারদর্শী হতে হবে। আর এজন্য যা কিছু জানা প্রয়োজন, তার সবই থাকছে আমাদের কোর্সে। বেসিক কিওয়ার্ড রিসার্চ (Keywords Research) আর কম্পিটিটর অ্যানালাইসিস (Competitor Analysis) থেকে শুরু করে এসইও (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing), অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) এর বিস্তারিত সবই থাকছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে। বর্তমানে অসংখ্য ই-কমার্স সাইট রয়েছে ইন্টারনেটে। বিভিন্ন সার্ভিস পেইজের মতো সার্চ ইঞ্জিন র‍্যাংক- এ আনতে সঠিক টেকনিক জানা প্রয়োজন। এজন্য ই-কমার্স এসইও (eCommerce SEO) আর সার্ভিস পেজ এসইও (Service Page SEO) রয়েছে আমাদের কোর্সে। তাই অনলাইনে মার্কেটিং কৌশলে দক্ষতা গড়ে তুলতে আমাদের Digital Marketing Course হতে পারে আপনার সেরা পছন্দ।


Post a Comment

0 Comments