Typography Masterclass (Brightskills)

 

Typography Masterclass (Brightskills)





Typography Masterclass

সহজভাবে বললে বিভিন্ন ধরনের অক্ষরকে বিভিন্ন পদ্ধতিতে সাজানোর কলাকৌশলকে Typography বলে। ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ টাইপোগ্রাফি। ডিজাইনের ক্ষেত্রে কোনো ফোকাস পয়েন্ট বা টাইটেলকে শৈল্পিকভাবে হাইলাইট করার কাজে বিশেষভাবে টাইপোগ্রাফি ইউজ করা হয়। ডিজাইনের আউটলুকে ব্যতিক্রমী মাত্রা যোগ করতে কিংবা ক্রিয়েটিভিটি বাড়াতে টাইপোগ্রাফির বিকল্প নেই। ফুলটাইম এমপ্লয়ী অথবা ফ্রিল্যান্স ডিজাইনার যেকারো ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজাইন সেক্টরে প্রতিনিয়ত টাইপোগ্রাফির ডিমান্ড বাড়ছে। অনলাইন মার্কেটপ্লেসে Typography ডিজাইনারদের প্রচুর ডিমান্ড। শুধুমাত্র Typography শিখে গ্লোবাল মার্কেটে Freelancing করে ঘরে বসে ভালো ইনকাম করা সম্ভব। লোকাল জব মার্কেটেও টাইপোগ্রাফিতে স্কিলড ব্যক্তি চাকরিতে অগ্রাধিকার পেয়ে থাকেন। আমাদের এই কোর্সটিতে আপনি একইসাথে- বাংলা, ইংরেজি ও আরবি; তিনটি ভাষার উপর টাইপোগ্রাফি ডিজাইন শেখার সুযোগ পাবেন। মোট ৩৫টি লেসন এবং ১৪টি প্রোজেক্ট এর মাধ্যমে এই কোর্সটি সাজানো হয়েছে। লেসনগুলো আরো বেশি এফেক্টিভ ও ইন্টারেক্টিভ করার জন্য কোর্সে লেসন রিলেটেড রিসোর্সেস সরবরাহ করা হয়েছে। মূল্যায়নের জন্য প্রতিটি কোর্সে রয়েছে কুইজ। এছাড়া সফলভাবে এই কোর্স শেষ করলে পাবেন সার্টিফিকেট।

এই কোর্স থেকে কী কী শিখবেন?

টাইপোগ্রাফি/হ্যান্ডরাইটিং/লেটারিং পরিচিতি

টাইপোগ্রাফির বর্ণ পরিচিতি

নতুন বর্ণ তৈরি ও শৈলী নির্মাণ

টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড ডিজাইন

টাইপোগ্রাফি লোগো

ব্রাশ টুল স্পেশাল ইউজ

টাইপোগ্রাফির বিষয়ভিত্তিক পূর্ণ কম্পোজিশন

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে প্রয়োজনীয় আইডিয়া








Post a Comment

0 Comments